যশোরে প্রবাসী সেজে প্রতারণা, গ্রেপ্তার-৩

Abid Rayhan Jaki
তরিকুল ইসলাম মিঠু, যশোর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ন, ২৯ জুন ২০২৪ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (২৮শে জুন) বিকেলে ঝিকরগাছা থানার মিশ্রিদেয়াড়া বাজারে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এ সময়ে তাদের হেফাজতে ১৪০ বস্তা সিমেন্ট ও রড বিক্রির ৭৮ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার ঝিকরগাছা উপজেলার মাগুরা অমৃতবাজার গ্রামের শুকুর আলীর  ছেলে মিঠু মিয়া (৩৪), একই উপজেলার মিশ্রিদেয়াড়া এলাকারর মৃত দাউদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক (৩২) ও মাগুরা অমৃতবাজার এলাকার হাবিবুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩৭)।

আরও পড়ুন: ইসির প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, গ্রেফতারকৃতরা প্রবাসী সেজে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে রড-সিমেন্ট, ঢেউটিন প্রতারণার মাধ্যমে ক্রয় করতো। এরপর সেইসব মালামালের কিছু অংশ দিয়ে ঝিকরগাছা মিশ্রিদেয়াড়া এলাকায় একটা বিলাসবহুল বিল্ডিং তৈরি করেন। এবং কিছু মালামাল বিভিন্ন জায়গায় বিক্রিও করেন চক্রটি। এ ধরনের অভিযোগে সর্বশেষ ১৩ জুন যশোর পুলেরহাট বাজারের ইদ্রিস আলী’র হীরা এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রতারণার মাধ্যমে তারা ১৯৫৪ কেজি রড ও ১৩০ বস্তা সিমেন্ট  ২ লাখ ৪৫ হাজার ৫৩০ টাকার মালামাল নিয়ে আত্মসাতের ঘটনায় ইদ্রিস আলী যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা ডিবি’র এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল-মামুন এএসআই কামরুল ইসলামের সমন্বয়ে একটি দল শুক্রবার বিকালে ঝিকরগাছা থানার মিশ্রিদেয়াড়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। শনিবার দুপুরে তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।