উদ্ধার পঞ্চগড় এক্সপ্রেস, ট্রেন শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৪ | আপডেট: ১২:৫৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা শিডিউল বোর্ডে সকাল সাড়ে ৯টার আপডেটে দেখা যায়, ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেখানো হয় সকাল ১০টা ২০ মিনিটে। দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ৯টা ৪০ মিনিটে। পারাবত এক্সপ্রেস ভোর সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের (৭৯৩) বগি লাইনচ্যুতির ঘটনায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। প্রায় ৯ ঘণ্টা পর লাইনচ্যুত ট্রেনটির উদ্ধারকাজ শেষ হলে কমলাপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এলোমেলো হয়ে পড়া শিডিউল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত

এদিকে আগে থেকে খবর না পেয়ে স্টেশনে হাজির হওয়া হাজার হাজার যাত্রীকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের অনেকেই রাতভর ট্রেনের জন্য অপেক্ষা করেছেন স্টেশনে। কে কখন গন্তব্যে যেতে পারবেন, কেউ বলতে পারছেন না।

ঢাকা রেলওয়ে স্টেশনে থাকা শিডিউল বোর্ডে সকাল সাড়ে ৯টার আপডেটে দেখা যায়, ঢাকা থেকে দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস ভোর ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেখানো হয় সকাল ১০টা ২০ মিনিটে। দ্বিতীয় ট্রেন পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ৯টা ৪০ মিনিটে। পারাবত এক্সপ্রেস ভোর সাড়ে ৬টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা ৪০ মিনিটে।

আরও পড়ুন: এনটিএমসি বিলুপ্ত, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধনী পাশ

একইভাবে নীলসাগর এক্সপ্রেস ভোর ৬টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টায়, মহানগর প্রভাতী সকাল ৭টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে এবং সুন্দরবন এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে সকাল ১০টা।

স্টেশন সূত্র বলছে, সোনার বাংলা এক্সপ্রেস সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা ছেড়ে গেছে। ট্রেনটি ঢাকা ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল সকাল ৭টা। এ ছাড়া তিস্তা ও এগারসিন্দুর দেরিতে হলেও ঢাকা ছেড়েছে। ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে কমলাপুর রেলওয়ের স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ‘আজকের মধ্য শিডিউল বিপর্যয় শেষ হবে। রাতে হতে হতে বিপর্যয় কেটে যাবে।’ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য রেলওয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।

এর আগে গত রাত ১২টা ১৫ মিনিটের দিকে দুর্ঘটনার কবলে পড়ে পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)। রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেনের ছয়টি বগি লাইন থেকে পড়ে যায়। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি ঢাকা ছেড়ে যায়নি। যাত্রীদের সব টিকিট ফেরত দেওয়ার কথা জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।