প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন আন্দোলনকারীরা

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অভিমুখে যাছেন। বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হোন।
এ সময় আন্দোলনকারীরা জানান, আমাদের কারওয়ানবাজার অবস্থান করতে দেওয়া হয়নি। তাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবো। সেখানে ফের দাবিগুলো উপস্থাপন করব।
আরও পড়ুন: নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নেবো: ধর্ম উপদেষ্টা
এদিকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে রওনা হলে কারওয়ান বাজার, বাংলামোটর ও শাহবাগমুখী সড়কে যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
এর আগে সকাল ৯টা থেকে ৪ দাবি নিয়ে কারওয়ান বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর বেলা ১১টার পর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এরপর ওই এলাকা ছাড়তে বাধ্য হোন তারা।
আরও পড়ুন: বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব