রাতের ভোটের নির্বাচন
৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

ছবিঃ সংগৃহীত
পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনের তাদের অবসর প্রদান করা হয়। চার ডিআইজি হলেন নিসারুল আরিফ, আব্দুল কুদ্দুস আমিন, আমেনা বেগম ও আজাদ মিয়া। দুজন ১৭ তম ব্যাচের ও দুজন ১৮তম বিসিএস ব্যাচের। নিসারুল আরিফ ১৪ সালের রাজশাহীর পুলিশ সুপার হিসেবে একদলীয় নির্বাচনের সময় দায়িত্ব পালন করেন। আব্দুল কুদ্দুস আমিন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার সিলেট। আমেনা বেগম নরসিংদী জেলার ও আজাদ মিয়া কক্সবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর