নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবেনা: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ০৮ মার্চ ২০২৫ | আপডেট: ৫:৫১ পূর্বাহ্ন, ০৯ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তবর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়ামন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন‘জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশ জেন্ডার কেন্দ্রিক কোন বৈষম্য থাকবেনা।’সংস্কারের যে বৃহৎকার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। শনিবার (৮ মার্চ )এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিকনারীদিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে এলজিইডি কর্তৃক আয়োজিত‘শ্রেষ্ট আত্মনির্ভরশীল নারী সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন। 

উপদেষ্টা আরো বলেন, এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণসংক্রান্ত কর্মকান্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির অগ্রযাত্রার অন্তরায় যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী সে কারণেই নারীর সমঅধিকার ও সমঅংশীদারিত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ বলে উল্লেখ করেন তিনি। দিবসটি উপলক্ষ্যে এলজিইডি১০ জন সফলনারীকে পুরস্কৃত করেন অনুষ্ঠানের প্রধানঅতিথি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারবিভাগের সচিব মোঃ নিজামউদ্দিন। 

আরও পড়ুন: এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত দুদকের

তিনি বলেন, এলজিইডি একটি প্রকৌশল অধিদপ্তর হয়ে নারী উন্নয়নে কাজ করছে। আমরা এ মহান উদ্যোগকে স্বাগত জানাই। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন এলজিইডির প্রধানপ্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ আব্দুর রশীদ মিয়া। তিনি বলেন, এলজিইডি প্রতিবছর এদিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। সারাদেশে এলজিইডিতে হাজারহাজার নারী কাজ করে আসছেবিভিন্ন প্রকল্পে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনএলজিইডির অতিরিক্ত প্রধানপ্রকৌশলী ও সভাপতি এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরাম মোঃ আনোয়ার হোসেন। এবারের আন্তর্জাতিক নারীদিবসের প্রতিপাদ্য “অধিকার,সমতা, ক্ষমতায়ন:নারী ও কন্যারউন্নয়ন” এর ওপর বক্তব্য রাখেন নির্বাহীপ্রকৌশলী ও সদস্য সচিব, এলজিইডি জেন্ডার ও উন্নয়ন ফোরাম সালমা শহীদ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীগণ, তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণ, প্রকল্পপরিচালকগণ, নির্বাহী প্রকৌশলীসহ অনুষ্ঠানেএলজিইডির সর্বস্তরের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সারাদেশে জুমপ্লাটমর্মে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন: ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী