প্রবাসীদের ভোট দান নিশ্চিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ: সিইসি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:৩৫ পূর্বাহ্ন, ১৪ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ নিয়ে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দান নিশ্চিত করতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন। বিস্তৃত পরিসরে সম্ভব না হলেও পাইলট আকারে এ কাজ করতে চায় কমিশন। অনেক পর্যালোচনার পর নির্বাচন কমিশন তিনটি পদ্ধতি নিয়ে কাজ করছে। পোস্টাল ভোটিং, যেটি এখন বিদ্যমান। অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়েও ইসি কাজ করছি।

আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল

সিইসি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মতো নির্বাচন কমিশনও আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, ভোটারদের শিক্ষাগত যোগ্যতা এবং প্রবাসীদের বাস্তবতা বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা