শান্তিরক্ষা মিশনে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:০০ পূর্বাহ্ন, ২১ এপ্রিল ২০২৫
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জিন-পিয়ের ল্যাক্রিক্স। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরও বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা প্রচেষ্টায় বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রোববার (২০ এপ্রিল) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রমবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি যা উৎসাহিত করি তা হলো শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারীর অংশগ্রহণ।’ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ তিন দেশের একটি। বর্তমানে বাংলাদেশের ৫ হাজার ৬৭৭ জন শান্তিরক্ষী ১১টি সক্রিয় মিশনের মধ্যে ১০টিতে কাজ করছে। 

আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি

জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষায় আরও নারীকে নিযুক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরে বলেন, ‘আমরা নারীদের নির্দিষ্ট ভূমিকায় আটকে রাখতে চাই না। জাতিসংঘ শান্তি রক্ষার্থে সব দিক থেকে নারীদের নিয়োগে সহায়তা করবে।’

এ সময় প্রধান উপদেষ্টা শান্তিরক্ষা ক্ষমতা রেডিনেস সিস্টেমের (পিসিআরএস) দ্রুত মোতায়েন পর্যায়ে পাঁচটি ইউনিটের বাংলাদেশের অঙ্গীকারকে গুরুত্ব দেন। প্রয়োজনে যেকোনো সময় অতিরিক্ত সেনা ও পুলিশ সদস্যদের মোতায়েন করতে বাংলাদেশ প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে

এ ছাড়া তিনি জাতিসংঘের সদর দপ্তর ও মাঠ উভয় স্তরে জাতিসংঘের শান্তি রক্ষার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সমর্থন করেন। জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যাপারে তারা বাংলাদেশকে সমর্থন করবে।

প্রধান উপদেষ্টা আন্ডার সেক্রেটারি জেনারেলকে নিশ্চিত করে বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা জাতিসংঘের পর্যবেক্ষণ কঠোরভাবে মেনে চলে এবং মানবাধিকার মেনে চলা জোরদার করতে প্রশিক্ষণ ও জবাবদিহির ওপর জাতিসংঘ এবং অন্যান্য সংস্থার সঙ্গে আরও সহযোগিতাকে স্বাগত জানায়।

আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টাকে জানানো হয় যে, পররাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি বাংলাদেশি প্রতিনিধি দল ১৩ থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী সম্মেলনে যোগ দেবে।

সাক্ষাতে মিয়ানমারে চলমান সংঘাত এবং সীমান্তের ওপরে গোলাগুলিতে বাংলাদেশে বেসামরিক প্রাণহানি এবং নাফ নদীর পাড়ের জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। তিনি সতর্ক করে জানান, চলমান অস্থিতিশীলতার কারণে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হতে পারে।

এসময় রোহিঙ্গা সংকট সমাধানে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে পরিদর্শনের কথা স্মরণ করে বলেন, তার সফর রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ক্ষেত্রে নতুন আশা জাগিয়েছে।