সেই ডাবলুকে এবার পুলিশ পদক দেওয়ায় ক্ষোভ, তোলপাড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াখালীন নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মীর সনদ নিয়ে ফ্যাসিস্ট সরকারের শাসনামলে সুবিধা নিয়ে এবার ছাত্রদলের সনদ নিয়ে ওসি নিয়োগের পর পুলিশ পদক পাওয়ায় তোলপাড় তৈরি হয়েছে। পুলিশের বঞ্চিত সৎ ও পেশাদার অফিসারদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আগামী ২৯ এপ্রিল পুলিশ সপ্তাহ উপলক্ষে ৬২ জন পুলিশ কর্মকর্তাকে পুলিশ পদক দিয়েছে এবার। আলোচিত ওসি মনিরুল হক ডাবলু কেও এবার পিপিএম পদক দেওয়া হয়েছে। পুলিশ হেডকোটরের এই নির্দেশনায় পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। দেশ জাতি ও পেশাদারিত্বের দায়িত্ব পালনের বছরের সেরা অর্জন হল বি পি এম পিপিএম পদক প্রাপ্তি।
আরও পড়ুন: ৮ উপদেষ্টার বিরুদ্ধে সাত্তারের দুর্নীতির অভিযোগ দায়িত্বজ্ঞানহীন: মন্ত্রিপরিষদ সচিব
খোঁজ নিয়ে জানা যায়, পরিদর্শক মনিরুল হক ডাবলু কয়েক ঘণ্টার জন্য আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জের দায়িত্ব পালন করেন। তীব্র সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়। কিছুদিন পরেই ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান আবারও তাকে কেরানীগঞ্জ মডেল থানায় ওসি হিসাবে পদায়ন করেন গত সপ্তাহে। এ নিয়েও চলছে তীব্র সমালোচনা। শোনা যাচ্ছে এই নিয়োগ নিয়ে নানা গুঞ্জন। সর্বশেষ ডাবলু কে পদক প্রদান করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ডাবলুর পুলিশ পদক নিয়ে ই গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে পুলিশ পদক প্রদানের মানদণ্ড।
আরও পড়ুন: ডাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়