গ্যাস ও বিদ্যুতের দাম নিয়ে যা জানালেন জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবীর খান জানিয়েছেন, চলতি মে মাস থেকে আগস্ট পর্যন্ত ৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। তবে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে না।
বুধবার (৭ মে) বিকালে সচিবালয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: সিএমপির সাংবাদিক নির্যাতন: ঘুসি আকবরের পর ডিসি আমিরুল
জ্বালানি উপদেষ্টা বলেন, রমজানে বিদ্যুৎ খাতের ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট থেকে কমিয়ে ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস শিল্পে দেওয়া হবে। এ ছাড়া চারটি এলএনজি থেকে আমদানি করা হচ্ছে। সব মিলিয়ে শিল্পে গ্যাসের বরাদ্দ ২৫০ মিলিয়ন ঘনফুট বাড়ানো হবে।
তিনি বলেন, মে থেকে আগস্ট পর্যন্ত এ সময়ে ১০০ কার্গো এলএনজি আমদানি করা হবে। এর ফলে সেখানে যত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে তা শিল্প কারখানায় দেওয়া হবে। এ দুই সিদ্ধান্তের ফলে ২৫০ এমএমসিএফ গ্যাস বাড়বে শিল্প কারখানায়।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
তিনি আরও বলেন, একটা টাস্কফোর্স গঠনের মাধ্যমে অবৈধ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। সরকার গ্যাস অনুসন্ধানে মনোযোগ দিচ্ছে। চলতি বছর ৫০টি কূপ খনন করা হবে। আগামী বছর এর সংখ্যা হবে ১০০।