নিষিদ্ধ সংগঠনকে কোন কার্যক্রম করতে দেয়া হবে না: ডিআইজি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ন, ১১ মে ২০২৫ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ১১ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা এরিয়ার মধ্যে নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম করতে দেয়া হবে না।

কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিপ্লব ভাই বললাম সবাই জানেন আমি তো জানি অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।দোসরদের আটক করা হবে।

আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর

গণঅভ্যুত্থানের সময় দায়ের করা মামলাগুলো  তদন্ত করে বন্ধুত্বের বেচারা সম্মুখীন করা হবে। থানাগুলো হবে জনসাধারণের সেবা কেন্দ্র।

এ সময় ডিআইজি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকায় চলবে না। বিগত সময় পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোন পুলিশ যদি অনৈতিক বা অপরাধের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব

ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, “বাংলাদেশ পুলিশের প্রাচীন, অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ পুলিশ। ১৮২৯ সালে ঢাকা বিভাগ গঠিত হয়। ভৌগলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। কারণ রংপুর বিভাগ ছাড়া অন্যান্য সকল বিভাগের সঙ্গে ঢাকা বিভাগের সীমানা রয়েছে। রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো দ্বারা পরিবেষ্টিত।”