নিজেই দায়িত্ব থেকে সরে যেতে চান পররাষ্ট্র সচিব: তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বর্তমান পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনকে অপসারণের কোনো বিষয় নেই, তিনি নিজে থেকেই দায়িত্ব থেকে সরে যেতে চান।
বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের তিনি এই কথা জানান।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পররাষ্ট্র সচিব জসীম নিজেই এ অবস্থান থেকে সরে যেতে চান। সরে যেতে চান মানে এই দায়িত্ব থেকে চলে যেতে চান। আমরা তাকে সরে যেতে দিচ্ছি। উনি আগামী দু’একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি চাকরি ছেড়ে দেবেন না, চাকরিতে আছেন। ওনার দায়িত্ব পরিবর্তন হবে। পররাষ্ট্র সচিব জসীম কেন সরে যাচ্ছেন, আসলে ঠিক ব্যাখ্যা করার মতো বিষয় না। বিভিন্ন কারণে মানুষ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে এবং তেমন কোনো কারণে…। যে কোনো সিদ্ধান্তের পেছনে অনেকের স্বার্থ, তাদের বিভিন্ন মতামত এগুলো থাকে। কখনো কোনো সিদ্ধান্ত কোনো একজনে নিয়ে নেয় না। এর বিবেচনায় অনেক সময় সিদ্ধান্ত পরিবর্তনও হয়, দেখা যাক।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়টির ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মো. নজরুল ইসলাম। নজরুল ইসলাম এর আগে বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমান পররাষ্ট্র সচিব আগামী দুয়েক দিনের মধ্যে বেশ কয়েক মাসের জন্য ছুটিতে যাচ্ছেন। ছুটি থেকে ফিরে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো মিশনে রাষ্ট্রদূত হিসেবে যোগদান করতে পারেন।