সচিবালয়ে আন্দোলন

প্রধান উপদেষ্টা ফেরার পর সিদ্ধান্ত, কোন কর্মসূচি না দেয়ার অনুরোধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৩১ অপরাহ্ন, ২৮ মে ২০২৫ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ২৮ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সচিবালয়ে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিসমূহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ।

বুধবার এসব তথ্য জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সচিবালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

আরও পড়ুন: চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (২৮ মে) সকালে মন্ত্রিপরিষদ সচিবের কাছে যান ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদসহ কয়েকজন সচিব। তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে আগের দিন কর্মচারীদের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

এদিকে বুধাবার (২৮ মে) দুপুর ২টার দিকে সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারী নেতারা বিষয়টি নিয়ে ব্রিফ করবেন।

আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশে সীমা, গাড়ি থামার সময় নির্ধারণ করল বেবিচক

প্রধান উপদেষ্টা গতকাল রাতে জাপান সফরে গেছেন। এ এস এম সালেহ আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি তার কাছে তুলে ধরবেন।

সে অনুযায়ী এ মাসে সচিবালয়ের আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর আগামী মাসের শুরুতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত আসতে পারে।

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সচিবদের বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করেই আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

দাবির বিষয়টি নিয়ে গতকাল ভূমি সচিবের সঙ্গে আলোচনা পরিপ্রেক্ষিতে আজকের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন কর্মচারীরা। আজকের পরিস্থিতি সচিবালয়ে আন্দোলনকারী কর্মচারীদের ব্রিফ করবেন কর্মচারী নেতারা।