নিকলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ

কিশোরগঞ্জের নিকলীতে মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে বহদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাঙালির রাখাল রাজা এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০মে ) দুপুর ২ ঘটিকায় নিকলী উপজেলা বিএনপি কার্যালয়ে,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,নিকলী উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সেনাবাহিনী প্রধানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই: আইএসপিআর
কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ বদরুল মোমেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক তাপস সাহা অপু, জেলা বিএনপির সদস্য ডাঃ কফিল উদ্দিন, নিকলী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অল কাইয়ুম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা মোজামুল হক আবির, বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছান্দালী মেম্বার,নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান দুলাল, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, নিকলী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল আহসান স্বাধীন,নিকলী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রাসেল, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির,সাবেক ছাত্র দলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম রাসেল,৪নং ওর্য়াড সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল আলম,নিকলী উপজেলা কলেজ শাখার ছাত্র দলের আহ্বায়ক সাকিবুল হাসান সাকিব,সাধারণ সম্পাদক জিদান,সহ নিকলী উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
আরও পড়ুন: দুর্নীতির তদন্তে সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের ব্যাংক হিসাব তলব