পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট, কোনো নির্বাচনেই ইভিএম নয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা। এ ছাড়া নির্বাচন কমিশন (ইসি) জানিয়ে দিয়েছে, আর কোনো নির্বাচনেই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত অষ্টম কমিশন সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
আরও পড়ুন: ড. ইউনূসের ঘোষণাপত্র দেওয়ার বৈধতা নেই: ফরহাদ মজহার
তিনি বলেন, “প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা থাকবে। আগে যেমন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে ব্যালট পাঠানো হতো, এবার হবে আইটি সাপোর্টেড। এজন্য প্রবাসী ভোটারদের অনলাইনে নিবন্ধন করতে হবে।”
প্রস্তাবিত পদ্ধতির বিষয়ে তিনি বলেন, “একটা প্রস্তাব রয়েছে—সাথে সাথেই ব্যালট প্রিন্ট করা হবে। আরেকটি প্রস্তাব হলো—ব্ল্যাংক ব্যালট, যেখানে প্রার্থী বা দলের নাম লিখে ভোটার পাঠিয়ে দেবেন। এছাড়া আরও একটি প্রস্তাব হলো—দুই মাস আগে প্রিন্ট করা মার্কাযুক্ত ব্যালট পাঠানো হবে, যেখানে ভোটার মার্কায় টিক দিয়ে ভোট পাঠাবেন।”
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
তিনি জানান, প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য আলাদা প্রকল্প হাতে নেওয়া হবে এবং শুরুতে ট্রায়াল প্রসেস চালু করা হবে।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “ইভিএম কোনো নির্বাচনেই আর ব্যবহার করা হবে না। বিষয়টি নিষ্পত্তির জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে।”
তিনি আরও জানান, প্রবাসীদের ভোট নিশ্চিত করতে ৪৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হবে। সরকারিভাবে ভোট নিলে ভোটারপ্রতি প্রায় ৭০০ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রবাসীদের ভোটে আগ্রহী করতে তিন সপ্তাহের প্রচার কার্যক্রম চালানো হবে বলেও জানান কমিশনার। অনলাইনে নিবন্ধনের পর ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।