ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ১৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে, চলতি বছরের ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে তলব করে পদত্যাগের পরামর্শ দেন। পদত্যাগের পেছনে ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ একটি বড় কারণ বলে জানা গেছে।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। সেই সময় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে অভিযোগ জমতে থাকে। অভিযোগ রয়েছে, তিনি ব্যাংকের নিয়মনীতি লঙ্ঘন করে ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেছেন। ১৫ জুলাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয়। পরদিন ১৬ জুলাই ইসলামী ব্যাংকে একটি বিশেষ তদন্ত অভিযান চালানো হয়, যেখানে মাসুদের নানাবিধ সুবিধা গ্রহণের তথ্য সংগ্রহ করা হয়।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

তদন্তে আরও উঠে আসে, তিনি যুক্তরাষ্ট্রে এক মাসের সফরে গিয়ে ব্যাংকের পর্ষদকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। কেবল মৌখিকভাবে উল্লেখ করেছিলেন, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ নিয়ে বৈঠকে অংশ নেবেন, যেখানে চেয়ারম্যানের সরাসরি অংশগ্রহণের নিয়ম নেই।

এদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে পর্ষদের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানের নাম আলোচনায় রয়েছে।