বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালিত: সাহসী শিক্ষার্থীদের শ্রদ্ধা জানাতে ডকুমেন্টারি প্রকাশ

ফ্যাসিবাদী দমন-পীড়নের সময় যখন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বলপূর্বক বন্ধ করে দিয়েছিল তৎকালীন সরকার, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সামনে এসে গড়ে তুলেছিলেন প্রতিরোধের দুর্গ। ১৮ জুলাইকে কেন্দ্র করে পালিত হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস, আর সেই সাহসী ভূমিকার স্মরণে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে একটি বিশেষ ডকুমেন্টারি— ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’।
জুলাই গণ-আন্দোলনের সময় সরকারি দমননীতির মুখে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়, তখন ঢাকার উত্তর ও মধ্যাঞ্চলে রাস্তায় নামে নর্থ সাউথ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, ইউআইইউ, ড্যাফোডিল, ইউল্যাব, ইউডা, ইন্ডিপেনডেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল, প্রাইম এশিয়া, স্ট্যামফোর্ড, ইউআইটিএসসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আরও পড়ুন: বাধ্যতামূলক অবসরে ডিএমপির সাবেক ৯ ওসি
তারা নতুনবাজার, রামপুরা, উত্তরা, বাড্ডা, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে তোলে গণপ্রতিরোধ। চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ও প্রিমিয়ার ইউনিভার্সিটি, রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং খুলনায় নর্দান ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীরাও ছিলেন অগ্রভাগে।
স্বৈরাচারী সরকার গুলি চালিয়ে, ব্লক রেইড ও গ্রেপ্তার অভিযান চালিয়েও এই শিক্ষার্থীদের দমন করতে ব্যর্থ হয়। বরং তাদের সাহসিকতা দেশজুড়ে গড়ে তোলে ‘কমপ্লিট শাটডাউন’ আন্দোলনের ভিত্তি।
আরও পড়ুন: হাসিনার প্রিজম দিয়ে বাংলাদেশকে দেখায় ভারতকে মূল্য দিতে হচ্ছে
আজকের দিনে শহিদ ও আহত শিক্ষার্থীদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। সেইসঙ্গে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সকল শিক্ষার্থীকে সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এই উপলক্ষে প্রকাশিত ‘হিরোস উইদাউট কেপস’ শিরোনামের ডকুমেন্টারিতে তুলে ধরা হয়েছে আন্দোলনকারীদের অজানা গল্প, মাটি ও মানুষের সাথে মিশে যাওয়া ছাত্রজীবনের বিপ্লবী অধ্যায়।
ডকুমেন্টারিটি দেশজুড়ে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদর্শিত হবে।