উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরই বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত ১৯ জন নিহত এবং ৫০ জনের বেশি দগ্ধ হয়েছে।
পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনার সময় স্কুল ভবনে শিক্ষার্থী ও কর্মচারীরা থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়।
আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়
দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমান বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্য নতুন বাসভবন করা হচ্ছে শেরেবাংলা নগরে
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এটিকে "জাতির জন্য গভীর বেদনার ক্ষণ" হিসেবে উল্লেখ করেন।
মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সব সরকারি, বেসরকারি, শিক্ষা প্রতিষ্ঠান ও বিদেশে মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সব উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।