আলোচনায় ফিরে এলো বিএনপি, ওয়াকআউটের পরও যোগ দিল জাতীয় ঐকমত্য বৈঠকে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ১০:১১ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে চারটি সাংবিধানিক প্রতিষ্ঠানে (পিএসসি, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল) নিয়োগ সংক্রান্ত সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক থেকে ওয়াকআউট করে বিএনপি। তবে কিছুক্ষণ পরই পুনরায় আলোচনায় ফিরে আসে দলটি।

সোমবার (২৮ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের সংলাপের ২০তম দিনের আলোচনা চলাকালে বিএনপি প্রতিনিধি দল বৈঠক ত্যাগ করে। পরে গণমাধ্যমে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা সাময়িকভাবে ওয়াকআউট করেছেন এবং তাদের বক্তব্য অনুযায়ী, সংবিধানে এসব নিয়োগ সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ

অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বিএনপি আগেই জানিয়েছিল এই চারটি প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনায় অংশ নেবে না। তবে একটি বড় রাজনৈতিক দলের অনুপস্থিতিতে আলোচনা প্রভাবিত হতে পারে বলে মন্তব্য করেন সিপিবি নেতারা।

কিছুক্ষণ পরই বিএনপি আলোচনা কক্ষে ফিরে আসে এবং বৈঠকে অংশ নেয়। বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রস্তাব হিসেবে বলা হয়, এসব প্রতিষ্ঠানের জন্য সংসদীয় নয় বরং শক্তিশালী আইন তৈরির মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হোক।

আরও পড়ুন: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা