জুলাইয়ের সত্যিকারের নায়ক আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসকরা: ড. ইউনূস
আন্দোলনের সময় আহতদের চিকিৎসা দেওয়া চিকিৎসকদের ‘জুলাইয়ের সত্যিকারের নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে 'জুলাই স্মরণ' অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো হয়।
ড. ইউনূস বলেন, "যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না—এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ বাংলাদেশে জুলাই বিপ্লব চলাকালে তার ব্যতিক্রম ঘটেছে। আন্দোলনের সময় চিকিৎসকদের ওপর হামলা ও হুমকি হয়েছে, এরপরও যারা আহতদের চিকিৎসা দিয়েছেন—তারা এই মাসের সত্যিকারের নায়ক।"
আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র্যাবে গণবদলি
তিনি অভিযোগ করেন, সরকার আন্দোলন দমন করতে শুধু গুলিই চালায়নি, বরং আহতদের চিকিৎসা যেন না হয়, সে জন্য চিকিৎসা কেন্দ্রগুলোতেও বাধা সৃষ্টি করেছে। অনেক ছাত্রকে হাসপাতালে পিটিয়ে আহত করা হয়েছে, চিকিৎসক ও নার্সদের হুমকি দেওয়া হয়েছে। তবুও কিছু সাহসী চিকিৎসক তাদের দায়িত্ব পালন করেছেন।
"আপনারা পাহাড়সম বাধা পেরিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন। চিকিৎসার সময় রোগীর পরিচয় গোপন করে, অন্য নাম ব্যবহার করে, ওষুধ সংগ্রহ করে, এমনকি পুলিশের চোখ ফাঁকি দিয়ে রক্ত জোগাড় করেছেন। এসব মানবিক উদ্যোগ ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে," বলেন তিনি।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
তিনি আরও বলেন, "আপনারা শুধু সেবা দেননি, দায়িত্ববোধ ও মানবিকতার নতুন এক অধ্যায় রচনা করেছেন। এই সাহসিকতা জাতি কখনো ভুলবে না।"





