ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ইউকেএম-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১২:১৪ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।

বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ড. ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন।

আরও পড়ুন: বাংলাদেশে হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনে মালয়েশিয়ার সহায়তা চেয়েছে

সমাবর্তন শেষে তিনি ইউকেএম-এর চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে পৌঁছান। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন।

আরও পড়ুন: মামলায় আটকে আছে মালয়েশিয়া শ্রমবাজার