বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সমাপ্ত, চ্যাম্পিয়ন কক্সবাজার ঘাঁটি দল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:৪৭ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর কাবাডি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

চূড়ান্ত খেলায় উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার দল ৫৫-৪৪ পয়েন্টে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য কক্সবাজার ঘাঁটির কর্পোর‌্যাল রাজু আহমেদ শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন। এ ছাড়া, বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার দলের এলএসি ওসমান গনি উদীয়মান খেলোয়াড় হিসেবে বিবেচিত হন।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, ওএসপি, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার-এর এয়ার অধিনায়ক, কর্মকর্তাবৃন্দ, বিমানসেনা, এমওডিসি (বিমান), অংশগ্রহণকারী দলের সদস্যগণ এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি। ৫ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৭টি দল অংশগ্রহণ করে।