গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাই ‘সবচেয়ে বাস্তবসম্মত’ বিকল্প: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিস্থিতি নিরসনে প্রস্তাবিত পরিকল্পনাকে ‘বর্তমানে টেবিলে থাকা সেরা বিকল্প’ হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার ( ৮ সেপ্টেম্বর) রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের উপস্থাপিত ২০ দফা প্রস্তাব মূলত গাজা উপত্যকাকেন্দ্রিক হলেও বর্তমান বাস্তবতায় এটি সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
ল্যাভরভ বলেন, ডোনাল্ড ট্রাম্প তার ‘২০ দফা পরিকল্পনা’ দিয়েছেন, যেখানে ‘রাষ্ট্রীয় মর্যাদা’ বিষয়টি উল্লেখ আছে, যদিও তা খুব সাধারণভাবে বলা হয়েছে। এটি শুধুমাত্র গাজা উপত্যকার অবশিষ্ট অংশকে ঘিরে। পশ্চিম তীরের কথা এতে নেই। তবে আমরা বাস্তববাদী। এখনকার প্রেক্ষাপটে এটিই সবচেয়ে গ্রহণযোগ্য প্রস্তাব।
তিনি আরও বলেন, এই পরিকল্পনাটি আরব দেশগুলো ও ইসরায়েল উভয়ের কাছেই গ্রহণযোগ্য হতে পারে। কমপক্ষে এটি এমন একটি বিকল্প, যা আরবদের কাছে গ্রহণযোগ্য এবং ইসরায়েলও সরাসরি প্রত্যাখ্যান করবে না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি যেন ফিলিস্তিনিদের কাছেও গ্রহণযোগ্য হয়, যোগ করেন ল্যাভরভ।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ট্রাম্পের উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মূল লক্ষ্য হওয়া উচিত দ্রুত রক্তপাত বন্ধ করা, প্রাণ রক্ষা করা এবং গাজা উপত্যকাকে পুনর্গঠন করা।
তিনি জানান, যদি ফিলিস্তিনিরা ট্রাম্পের পরিকল্পনা গ্রহণ করে, তাহলে সেটি বাস্তবায়নযোগ্য হবে। ল্যাভরভ আরও জানান, মিসরে তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিয়ে যে পরোক্ষ আলোচনা চলছে, মস্কো সেটিকে সমর্থন করে।
তার মতে, প্রধান চ্যালেঞ্জ হলো সংঘাত যেন আবারও শুরু না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমন একটি কাঠামো তৈরি করা যা পুনরায় সংঘাতের সম্ভাবনা রোধ করবে, বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।





