বিদেশে বাংলাদেশের মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, যারা এ নির্দেশনা পেয়েছেন তারা অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিচ্ছেন এবং ছবি সরানোর বিষয়টি তদারকিও করছেন। তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশন প্রধান জানিয়েছেন, তারা এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন
দক্ষিণ-পূর্ব এশিয়ায় কর্মরত এক কূটনীতিক বলেন, “আমরা তো কয়েক মাস আগেই দরকারি কাজটা করে ফেলেছি। এটা সদর দপ্তরসহ সব মিশনের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর এ নির্দেশনা মৌখিকভাবে দেওয়া হলেও তা কার্যকর করার বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।





