ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা
চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুত করা ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে কমিশনের অনুমোদন পেয়েছে এবং গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশিত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার কমপক্ষে ২৫ দিন আগে তা গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। এ বিধান অনুসারে নির্বাচন কমিশন ভোটকেন্দ্র নির্ধারণে সময়সূচি চূড়ান্ত করেছে।
আরও পড়ুন: হিট অফিসারের হুক্কা লাউঞ্জে অভিযানে আটক ৩, বিপুল পরিমাণ সীসা মাদক উদ্ধার
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী: খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, দাবি/আপত্তি গ্রহণের শেষ সময়: ২৫ সেপ্টেম্বর ২০২৫, দাবি/আপত্তির নিষ্পত্তির শেষ সময়: ১২ অক্টোবর ২০২৫, চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত নীতিমালার আলোকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ করতে হবে। এরপর এলাকাভিত্তিক খসড়া তালিকা প্রকাশ, প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রণয়ন করতে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুসারে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে সফটকপিসহ ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে বলা হয়েছে।