দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানি
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ১২ শ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। লেখাটি পুনরায় নিউজ আকারে লিখে দিন
আজ (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, কেবল অনুমোদিত ১২টি প্রতিষ্ঠান এই ইলিশ রপ্তানি করতে পারবে এবং রপ্তানির সময়সীমা সীমিত থাকবে।
আরও পড়ুন: নিজ ঘরের সুরঙ্গে লুকিয়েও রক্ষা পেল না যুবলীগ নেতা
সাধারণত, ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকলেও দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর এই বিশেষ অনুমতি দেওয়া হয়। উভয় দেশের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এই বিশেষ রপ্তানির ফলে ভারতের বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদা পূরণের পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার





