ডাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখার সুযোগ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:০৮ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গণনা কার্যক্রম এবার সরাসরি দেখানো হবে।

রোববার (৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: বদরুদ্দীন উমরের মরদেহ আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি প্রদর্শন করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, এ উদ্যোগের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: তেলের ভুয়া খরচে কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেল দুদক