একীভূত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রদবদল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বিভাগ একীভূত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনু বিভাগ গুলোর গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। অনু বিভাগের প্রধান পাঁচটি অতিরিক্ত সচিব পর্যায়ে প্রদায়ন করা হয়েছে। সুরক্ষা সেবা  বিভাগ ও জননিরাপত্তা বিভাগ  এক শাখা এখন থেকে আগের মতই স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে কাজ করবে।  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন এক শাখা উপসচিব শিমুল আক্তার স্বাক্ষরিত  অফিস আদেশে অতিরিক্ত সচিবদের পদায়ন করা হয়।১. খন্দকার

১. খন্দকার মোঃ শাহরিয়ার রহমান – অতিরিক্ত সচিব

আরও পড়ুন: পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

২. মোহাম্মদ মফিজুর রহমান – অতিরিক্ত সচিব

৩. গোলাম নায়ার – অতিরিক্ত সচিব
৪. মোঃ আখতারুজ্জামান খান, এনডিসি – অতিরিক্ত সচিব
৫. হুমায়ুন আহমেদ – অতিরিক্ত সচিব


আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মোড়ে মোড়ে শিবিরের অবস্থান ও বিজয় স্লোগান