পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে বলে সিআইসির মহাপরিচালক আহসান হাবীব জানিয়েছেন।

আরও পড়ুন: একীভূত হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ রদবদল

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে। বিস্তারিত পরে জানানো হবে।

আজ সকালে সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মোড়ে মোড়ে শিবিরের অবস্থান ও বিজয় স্লোগান