মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫২ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজা পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান হামলার প্রেক্ষিতে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটায় ফেসবুক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। সাম্প্রতিক খবর অনুযায়ী, দখল করা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, যা অত্যন্ত হৃদয়বিদারক।

আরও পড়ুন: সিও ক্লোজড, বাবুর্চি সুইপারসহ কক্সবাজার র‌্যাবে গণবদলি

তারেক রহমান বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি গভীরভাবে ঘৃণ্য এবং নিন্দনীয়।

তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে সংকটে ঠেলে দিচ্ছে দেখে তার প্রবাসীদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

উল্লেখযোগ্যভাবে, তারেক রহমান গাজা গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েল সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় ঘোষণা করতে দেরি না করে।’