মিয়ানমারে পাচারের সময় বিপুল পণ্যসহ ১১ জন আটক

মিয়ানমারে অবৈধভাবে পণ্য পাচারের সময় বঙ্গোপসাগর থেকে একটি বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৪ সেপ্টেম্বর) নিয়মিত টহল চলাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী জানায়, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে সন্দেহজনকভাবে চলাচলরত একটি কাঠের বোটকে ধাওয়া করে আটক করা হয়। পরে ‘এফবি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের ওই বোটে তল্লাশি চালিয়ে বিপুল পণ্য উদ্ধার করা হয়।
আরও পড়ুন: জাতিসংঘে একাধিক বৈঠক করলেন ড. মুহাম্মদ ইউনূস, বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময়
উদ্ধারকৃত পণ্য আলু ১৫,০০০ কেজি, রসুন ৭৫০ কেজি, ময়দা ২,৫০০ কেজি, মসুর ডাল ২,৫০০ কেজি, কোমল পানীয় (টাইগার/স্পিড) ১৪,৪০০ পিস, গ্যাস লাইটার ৬০০ পিস, শেভিং ব্লেড ৮০০ পিস, মোবাইল ফোন ৩টি, বাইনোকুলার ১টি, কম্পাস ১টি, কারেন্ট জাল ৪০০ ফুট।
আটককৃত পাচারকারী, বোট ও মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, জলদস্যুতা ও চোরাচালান দমনসহ সামুদ্রিক সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গভীর সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।