গাজায় মানবিক সহায়তার অনুমতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তারেক রহমানের

গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৯৪৮ সালের কনভেনশনে গণহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে ‘কোনো জাতিগত, জাতীয়, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্য’ হিসেবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জাতিসংঘের নতুন কমিশনের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েল দায়ী। এখন আর কোনও অজুহাত বা প্রচারণার আড়ালে লুকিয়ে থাকা সম্ভব নয়।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
তারেক রহমান বলেন, “ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও মানবিক নৈতিকতার ভিত্তিতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। আমি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি— অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সব উপায়ে তাৎক্ষণিক এবং স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করুন এবং গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দিন।”
তিনি আরও উল্লেখ করেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে সাহস ও নৈতিকতার সঙ্গে দাঁড়ানোর গুরুত্ব। ফিলিস্তিনিদের অস্তিত্ব যখন হুমকির মুখে, তখন নিরব থাকা যায় না।
আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
তারেক রহমান বলেন, রাষ্ট্রগুলোর হাতে পরিবর্তন আনার উপায় রয়েছে। সেগুলো ব্যবহার করতে হবে। বিশ্বজুড়ে বাংলাদেশিদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “আপনারা যেখানেই থাকুন না কেন—নিজেদের সম্মিলিত কণ্ঠস্বর তুলুন, পদক্ষেপ নিন এবং নিশ্চিত করুন যে নেতারা ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছেন।”