কোনো পক্ষের নির্দেশে কাজ করবে না নির্বাচন কমিশন: সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৯ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশন কারো পক্ষে কাজ করার জন্য কোনো নির্দেশনা দেবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে ইসি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করল সরকার

সিইসি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দৃশ্যমান ও অদৃশ্য নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কমিশন এগিয়ে যাচ্ছে। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেয়া হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। আমরা এই আস্থা ধরে রাখতে চাই।

এ সময় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, “কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন।”

আরও পড়ুন: সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিতে পদক পাচ্ছেন ৬ পুলিশ কর্মকর্তা

ইসি সচিব আখতার আহমেদ জানান, আগামীর জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোটগ্রহণ বড় চ্যালেঞ্জ হিসেবে আসছে।