সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুর

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ৮:২৯ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার বহনকারী বিমানটি অবতরণ করে। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

দলের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি দেশে ফিরেছেন।

আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর, রাশেদ খানসহ গণঅধিকার পরিষদের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়।

গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

এরপর ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয় নুরকে। সেখানে চিকিৎসা শেষে তিনি শনিবার দেশে ফিরে আসেন।