এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অনশন, কালো পতাকা মিছিল আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:০১ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দাবি আদায়ে নতুন কর্মসূচি হিসেবে গতকাল বিকাল ৩টা থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শিক্ষা উপদেষ্টার ‘অসৌজন্যমূলক আচরণ’ এর প্রতিবাদ ও দ্রুত বাড়ি ভাড়া, মেডিক্যাল ভাতা ও উত্সব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে তারা আজ শনিবার দুপুর ১২টায় কালো পতাকা মিছিল বের করবেন। শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে চূড়ান্ত আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল রবিবার কেন্দ্রীয় শহিদ মিনারে বড় জমায়েত করে যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

গতকাল বেলা ১১টা ৩৫ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষক-কর্মচারী কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। শহিদ মিনার থেকে শিববাড়ি মোড় ঘুরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে যান এবং সেখানে বেলা ১১টা ৫৫ থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে মিছিলটি পুনরায় শহিদ মিনারে ফিরে আসে। এ সময় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, বিপন্ন, হতাশাগ্রস্ত শিক্ষকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। এটাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না। ৬ লাখ শিক্ষক-কর্মচারী একত্রিত হলে ঢাকাকে অচল করে দেওয়া হবে।

আরও পড়ুন: বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড, হ্যাঙ্গার থেকে বিমান সরিয়ে নেওয়া হচ্ছে

তিনি জানান, প্রাথমিক শিক্ষকদের ৪ লাখ সদস্য তাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপিসহ অসংখ্য জনমানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। তিনি আরো বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নির্বাচিত ভিপির সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিজ্ঞা করেছি, ন্যায্য দাবি আদায় না করে শহিদ মিনার ত্যাগ করব না। সমাবেশ শেষে আজ দুপুর ১২টায় কালো পতাকা মিছিল কর্মসূচি পালনের ঘোষণাও দেওয়া হয়। পরে শিক্ষকরা শহিদ মিনারের বেদিতে জড়ো হন। তারা বৃষ্টিতে ভিজে স্লোগান দেন, কেউ কেউ বক্তব্য রাখেন। খুলনা থেকে আসা আসমা আক্তার বলেন, যুগের পর যুগ ধরে মাত্র ১ হাজার টাকা বাড়ি ভাতা দেওয়া হয়। দাবি তোলার পর ২ হাজার টাকা দিতে সম্মত হয়েছে। কিন্তু ২ হাজার টাকায় কি এখন বাড়ি ভাড়া পাওয়া যায়!

টানা ছয় দিন ধরে শিক্ষক-কর্মচারীরা রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনার, জাতীয় প্রেস ক্লাব, শিক্ষা ভবনের সামনে ও শাহবাগ এলাকায় আন্দোলন করছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। এ আন্দোলনে শিক্ষকদের ছয়টি সংগঠন একত্র হয়ে যৌথভাবে আন্দোলন করছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। সরকারের অন্যান্য পেশার মানুষ যে হারে বাড়ি ভাতা পাচ্ছেন, তাতে তারা চলতে পারছেন। কিন্তু শিক্ষকদের এখনো পুরোনো বেতন স্কেল অনুযায়ী বাড়ি ভাতা দেওয়া হচ্ছে, যা দিয়ে গ্রাম বা শহরে কোথাও একটি বাসা ভাড়া নেওয়া সম্ভব নয়। তাই তারা বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে ফ্লাইট চলাচল বন্ধ