পুলিশ, র‌্যাব ও আনসারের নতুন ইউনিফর্ম চূড়ান্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৩৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার দাবির প্রেক্ষিতে নয় মাস পর মাঠপর্যায়ে আসছে নতুন ইউনিফর্ম; প্রথম ধাপে পাচ্ছে মেট্রোপলিটন পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দাবি অনুযায়ী বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। নয় মাস পর সেই নতুন ইউনিফর্ম পেতে যাচ্ছেন পুলিশ সদস্যরা। আগামী ১৫ নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্যরা নতুন আয়রন রঙের ইউনিফর্ম পরতে পারবেন।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ, বেতন ও ভাতা বৃদ্ধির দাবি

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নির্বাচনের আগেই নতুন ইউনিফর্ম মাঠে নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে প্রথম ধাপে শুধু মেট্রোপলিটন সদস্যরা পোশাক পাচ্ছেন। জেলা পুলিশে পৌঁছাতে আরও সময় লাগবে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান বলেন, ১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটনে ইউনিফর্ম পরা শুরু করা হবে। পর্যায়ক্রমে সব ইউনিটে দেওয়া হবে।

আরও পড়ুন: নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চপর্যায়ের বৈঠক

নতুন ইউনিফর্মে পুলিশের রং নির্ধারণ হয়েছে লোহার (আয়রন) রঙে। র‍্যাবের নতুন রং নির্ধারিত জলপাই (অলিভ) হলেও পোশাক বাস্তবায়নে এখনো কোনো অগ্রগতি নেই। একইভাবে আনসার বাহিনীর জন্য প্রস্তাবিত সোনালি গম (গোল্ডেন হুইট) রঙেও আপত্তি থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত ঝুলে আছে।

মাঠপর্যায়ে আপত্তি

ডিএমপি ও জেলা পুলিশের কয়েকজন সদস্য মনে করেন—এক রঙের ইউনিফর্মে মেট্রোপলিটন আর জেলা পুলিশকে আলাদা করা কঠিন হবে। একইসঙ্গে আয়রন রঙ দ্রুত মানিয়ে নেওয়া নিয়েও সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ।

কেন রঙ বদলালো?

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় হালকা তাপ শোষণকারী রঙ ও সুবিধাজনক কাপড় নির্বাচন করা হয়েছে। একইসঙ্গে ব্রিটিশ আমলের পুরনো ধারণা থেকে বেরিয়ে আধুনিক ও পেশাগত ভাবমূর্তি তৈরির লক্ষ্যও বিবেচনায় রয়েছে।

র‍্যাব-আনসার এখনই নয়

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, জানুয়ারিতে নতুন ইউনিফর্মের খসড়া দেখানো হলেও এখন পর্যন্ত কোনো বাস্তবায়ন হয়নি। আনসারের ক্ষেত্রেও একই অবস্থা; রঙ নিয়ে আপত্তি থাকায় সিদ্ধান্ত স্থগিত।

বাংলাদেশে পুলিশের ইউনিফর্ম অতীতেও কয়েকবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশ আমলে খাকি রঙ থেকে শুরু করে ২০০৪ সালে মহানগরে জলপাই এবং জেলায় নীল রঙ চালু হয়। তবে র‍্যাবের কালো ইউনিফর্ম কখনোই পরিবর্তন করা হয়নি।