ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: নির্বাচন কমিশনার

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ০১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষ সমন্বিতভাবে কাজ করছে।

শনিবার (১ নভেম্বর) সকালে পটুয়াখালীর কুয়াকাটায় “নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর পদত্যাগপত্র গৃহীত

নির্বাচন কমিশনার বলেন, “বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার ও নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, “এই দেশ আমাদের, আমরা এখানেই বড় হয়েছি। দেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সঠিকভাবে দায়িত্ব পালন করা গেলে কোনো জেলার নির্বাচনই অনিয়মিত হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্পূর্ণ সম্ভব।

আরও পড়ুন: এনটিএমসি বিলুপ্ত, টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধনী পাশ