প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২৩ অপরাহ্ন, ০৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ধর্মভিত্তিক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবসৃষ্ট সংগীত শিক্ষক ও শরীরচর্চা শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২ নভেম্বর) ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এর সংশোধিত গেজেট প্রকাশের মধ্য দিয়ে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফলে গত আগস্টে প্রকাশিত মূল বিধিমালার চার ধরনের শিক্ষক পদের পরিবর্তে এখন কেবল দুটি পদ বহাল থাকছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান সোমবার দুপুরে সাংবাদিকদের জানান, “সংশোধিত বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ে সহকারী শিক্ষকের পদ রাখা হয়নি। আগের বিধিমালায় মোট চারটি ক্যাটাগরি থাকলেও এখন তা কমিয়ে দুটি করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপির যেসব প্রভাবশালী নেতা মনোনয়ন পাননি

পদ বাতিলের সিদ্ধান্ত কি ধর্মভিত্তিক সংগঠনগুলোর চাপের ফল এমন প্রশ্নে তিনি মন্তব্য এড়িয়ে বলেন, “আপনারা এটি খতিয়ে দেখতে পারেন।

নতুন গেজেটে একটি গুরুত্বপূর্ণ ভাষাগত পরিবর্তন আনা হয়েছে। আগের সংস্করণে বলা হয়েছিলমেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ শতাংশ পদ বিজ্ঞান বিষয়ে স্নাতকদের এবং বাকি ৮০ শতাংশ পদ অন্যান্য বিষয়ে স্নাতকদের জন্য নির্ধারিত থাকবে।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে লড়বেন তারেক রহমান

অতিরিক্ত সচিব জানান, অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধটি বিভ্রান্তিকর ছিল। এখন তা সংশোধন করে বলা হয়েছে—‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন স্নাতক ডিগ্রিধারী।’ অর্থাৎ বিজ্ঞান বিষয়ে প্রার্থীরাও ৮০ শতাংশ কোটা অংশে আবেদন করতে পারবেন।

শিক্ষাবিদরা বলছেন, সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাতিলের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের অন্তরায় হতে পারে, কারণ শিশুর মানসিক ও শারীরিক বিকাশে এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।