গণভোট না হলে নির্বাচন হবে ২০২৯ সালে: হামিদুর রহমান আযাদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:২৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে নির্বাচন হবে ২০২৯ সালে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী পাঁচ বছরের ব্যবধান পূর্ণ হওয়া ছাড়া নির্বাচন সম্ভব নয়। “২০২৪ সালে যদি নির্বাচন হয়, তাহলে ২০২৬ সালে নির্বাচন হবে কোথায় লেখা আছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ২০২৯ সালে।”

মঙ্গলবার রাজধানীর পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবো: ফখরুল ইসলাম আলমগীর

হামিদুর রহমান আযাদ আরও বলেন, “কেউ কেউ বলছেন সংবিধানে গণভোটের বিধান নেই। তাদের বলতে চাই, আওয়ামী লীগ সরকারের আমলে সংবিধান সংশোধন করে গণভোটের ধারা বাতিল করেছিলেন শেখ হাসিনা। এখন যারা বলেন সংবিধানে গণভোট নেই, তারা কি তাহলে হাসিনার সুরে কথা বলছেন না?”

তিনি যোগ করেন, “জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সমাজকে নতুন ভিত্তিতে শক্তিশালী করতে এবং নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের অংশ হিসেবে গণভোট দেওয়া আবশ্যক। নির্বাচনের আগে গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নও হবে না, সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়।”

আরও পড়ুন: দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

বিএনপিকে উদ্দেশ্য করে হামিদুর রহমান আযাদ বলেন, “আপনারা আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চান। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে ঘটতে দেবে না। আসুন সরকারকে বলতে চাই, জুলাই সনদ আদেশ জারি করুন।”