শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ আইডিয়া ফেস্ট অনুষ্ঠিত
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক আইডিয়া ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেডআরএফের ডাইরেক্টর (পরিকল্পনা) ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকি, বিএনপি সহ স্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন এবং ডাইরেক্টর খন্দকার মাহফুজুল হক।
আরও পড়ুন: নিজ ঘরের সুরঙ্গে লুকিয়েও রক্ষা পেল না যুবলীগ নেতা
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডা. সিরজুস সালেহীন। এছাড়া উপস্থিত ছিলেন ডা. ইরফানুল হক সিদ্দিকী, জেডআরএফের ডাইরেক্টর হাফিজ আল সাইদ খান, ডা. ফারুক আহমেদ, ডা. নুরুজ্জামান খান, ডা. মো. আইনুল ইসলাম খান, ডা. এম. আর. হাসান, ডা. মো. রাশিদুল ইসলাম, ডা. মুননাসির জামান, ডা. হাসিবুর রহমান, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা. ইকরামুল সৌরভ, ডা. উমর ফারুক, ডা. হাসান ইমাম, ডা. মুহিদুল ইসলাম, ডা. রাসেল হাসান এবং ডা. রাকিব।
আইডিয়া ফেস্টে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রস্তাবনা উপস্থাপন করেন, যা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের ইতিবাচক ভূমিকার প্রতিফলন ঘটায়।
আরও পড়ুন: বিএনসিসি সম্প্রসারণ ও শক্তিশালী করার আহ্বান প্রধান উপদেষ্টার
অনুষ্ঠানের অতিথিরা তরুণদের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীর নেতৃত্বে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগটি তরুণদের চিন্তা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করা হয়।





