ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি: ইশরাক হোসেন
ক্ষমতায় এলে বিএনপি দেশের ৩১ দফা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইশরাক হোসেন বলেন, “নির্বাচিত হলে বিএনপির ৩১ দফা কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে শেখ হাসিনার বিচারসহ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নির্মূল করা হবে।”
তিনি আরও বলেন, “ষড়যন্ত্র না করে সকল রাজনৈতিক দলকে ভোটের মাঠে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ
বিএনপি মনোনীত এই প্রার্থী আরও উল্লেখ করেন, “স্বৈরশাসনের সময় যারা বহু মানুষ হত্যা করেছে, আমি চাই আমার জীবদ্দশায় তাদের বিচার কার্যকর দেখার সুযোগ পাব।”





