এসিআর জমা নিশ্চিত করতে সব মন্ত্রণালয়-বিভাগকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা
বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) নির্ধারিত নিয়ম ও সময়সূচি অনুসারে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত নির্দেশনাপত্র পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা–২০২০’-এ এসিআর জমা, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরের যে সময়সীমা নির্ধারণ করা আছে, বাস্তবে অনেক ক্ষেত্রে সেটি মানা হচ্ছে না। সিআর অধিশাখায় পাওয়া বিভিন্ন ফাইলে দেখা গেছে—অনেক কর্মকর্তা যেসব সময়ের জন্য এসিআর প্রযোজ্য, তা যথাসময়ে জমা দেননি বা স্বাক্ষর-প্রতিস্বাক্ষর করা হয়নি।
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা
এতে চাকরি স্থায়ীকরণ, সিনিয়র স্কেল, পদোন্নতি কিংবা গুরুত্বপূর্ণ পদে পদায়ন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হচ্ছে। প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং ন্যায়সংগত মূল্যায়ন বাধাগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয় চিঠিতে।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরও জানায়, যেসব বছরের জন্য এসিআর প্রযোজ্য, সেগুলো সম্পূর্ণ নিয়ম মেনে জমা দিতে হবে। আর কোনো বছর এসিআর প্রয়োজন না হলে তার যথাযথ প্রমাণক পাঠাতে হবে। সকল অনুবেদন সঠিকভাবে সিআর অধিশাখায় প্রেরণ নিশ্চিত করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন





