শেখ হাসিনার রায় মানবাধিকার লঙ্ঘনকারীদের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত: জাতিসংঘ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫২ পূর্বাহ্ন, ১৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গত বছরের আন্দোলন দমন অভিযানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে একটি তাৎপর্যপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ মানবাধিকার দফতর। সংস্থাটির মুখপাত্র রাভিনা সামদাসানি বলেন, এই রায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ী ব্যক্তিদের জবাবদিহির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।

সোমবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, জাতিসংঘ নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী এবং সব পরিস্থিতিতেই এই শাস্তিকে অনুপযুক্ত বলে মনে করে। তবে অপরাধীদের আইনের আওতায় আনার যে উদ্যোগ, সেটিকে আন্তর্জাতিক মানবাধিকার কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে দেখা যেতে পারে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার দোয়া কামনা

রাভিনা সামদাসানি আরও বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান রিপোর্টে যেসব সুপারিশ করা হয়েছিল—তার মধ্যে অন্যতম ছিল মানবাধিকার লঙ্ঘনের দায়ে নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা। পাশাপাশি ভুক্তভোগীদের জন্য কার্যকর প্রতিকার, ক্ষতিপূরণ এবং পুনর্বাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছিল।

তিনি জানান, জাতিসংঘ এই বিচারপ্রক্রিয়ায় সরাসরি অংশ না নিলেও সবসময় আশাবাদী যে আন্তর্জাতিক অপরাধের মামলাগুলো ন্যায্যতা ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হবে।

আরও পড়ুন: আমিরাতে বন্দি বাকি ২৪ বাংলাদেশি অচিরেই মুক্তি পাচ্ছেন

মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বিবৃতিতে আশা প্রকাশ করেন, বাংলাদেশ সত্য উদঘাটন, ভুক্তভোগীদের স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের ভিত্তিতে জাতীয় পুনর্মিলনের পথে এগোতে পারে। পাশাপাশি তিনি দেশের নিরাপত্তা খাত সংস্কারের ওপর জোর দেন, যাতে ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি না ঘটে।

জাতিসংঘ সবাইকে সংযম, ধৈর্য এবং শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানায়।