সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:১২ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন জাতির কাছে সব দলের অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও সেই প্রত্যাশা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে অংশ নিয়ে সিইসি বলেন, নির্বাচনী আচরণবিধি সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, “আচরণবিধি প্রণয়ন যতটা চ্যালেঞ্জিং নয়, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এর সঠিক প্রতিপালন নিশ্চিত করা।”

আরও পড়ুন: লাভেলো আইসক্রিমের এমডি-চেয়ারম্যানসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিনি জানান, একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত ভোট আয়োজনের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। দলগুলো আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।

ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি। তিনি বলেন, দলের নেতাকর্মীরা যদি তৃণমূলে ভোটারদের উৎসাহিত করেন, তবে জনগণের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাদের কাছে দেশ নিরাপদ নয় : সালাম আজাদ

সংলাপে সিইসি আরও জানান, সংস্কার কমিশন (ইআরএসসি) কাজ করায় নির্বাচন ব্যবস্থা নিয়ে পূর্ণাঙ্গ আলাপ-আলোচনায় কিছুটা বিলম্ব হয়। এরপর বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের মতামত পর্যালোচনা করে নির্বাচনী আচরণবিধির চূড়ান্ত সংস্করণ তৈরি করা হয়েছে।

গত এক দশকে ভোটারদের মধ্যে যে অনীহা তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। সব রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসঙ্গে কাজ করলে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব বলেও তিনি বিশ্বাস প্রকাশ করেন।