জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
জুলাই মাসের গণঅভ্যুত্থান চলাকালে ভারগো গার্মেন্টসের ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যাকাণ্ডের মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তদন্ত সংস্থার দেওয়া অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
আরও পড়ুন: ঢাকায় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা
এর আগে ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন আদালতে দাখিল করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন যে, তদন্তে শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তাই তাকে মামলার দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার একটি সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন ইঞ্জিনিয়ার মো. সোহান শাহ। পরে ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কমছে মোবাইল ফোনের দাম, যা জানালো এনবিআর
ঘটনার প্রায় দুই মাস পর, গত বছরের ১৯ সেপ্টেম্বর নিহতের মা সুফিয়া বেগম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়। এজাহারে শেখ বশিরউদ্দীনের নাম ছিল ৪৯ নম্বর আসামি হিসেবে।





