ডিএমপি কমিশনারের সতর্কবার্তা

তফসিল ঘোষণার পর বেআইনি জনসমাবেশ বন্ধ রাখুন

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:১১ অপরাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল শীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে। এই পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অন্তর্বর্তীকালীন সরকার সকলকে বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ

ডিএমপি জানিয়েছে, তফসিল ঘোষণার পর উক্ত নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে যাতে নির্বাচনকালীন শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।

আরও পড়ুন: সংসদ নির্বাচনের তফশিল আগামিকাল

ডিএমপি কমিশনারের এই সতর্কবার্তা নির্বাচনী পরিবেশকে নিরাপদ ও অবাধ রাখতে নেওয়া প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।