অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সোহরাওয়ার্দীকে এলডিপি থেকে যে কারণে বহিষ্কার
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। তিনি লিখেছেন, ‘বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না বা লিখিত চুক্তিও ছিল না। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক…’ এবং বিএনপি নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন।
আরও পড়ুন: জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি
এলডিপি শীর্ষ নেতৃত্বের মতে, এই ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের উদাহরণ এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষতি করতে পারে। তাই, এলডিপির প্রেসিডিয়াম সদস্যকে সাময়িকভাবে সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে তাকে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না তা নির্ধারণ করা যায়। এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বিষয়টি তদারকি করছেন।
আরও পড়ুন: হাদির জানাজা শেষে সংসদ ভবনে জোর করে প্রবেশের চেষ্টা করছিল কারা





