নির্বাচনে অংশ নিচ্ছে না আটটি দল

ভোটের মাঠে ৫১টি দলের ২ হাজার ৯০ জন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৩০ পূর্বাহ্ন, ০১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ আসনে মোট ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি, এরপর রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিএনপির ৩৩১ জন, জামায়াতে ইসলামীর ২৭৬ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭৮ জন মনোনয়ন দাখিল করেছেন।

আরও পড়ুন: ক্যাম্পের সব সেনাসদস্যকে প্রত্যাহার: আইএসপিআর

অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টির (জাপা) ২২৪ জন, গণঅধিকার পরিষদের ১০৪ জন, এনসিপির ৪৪ জন এবং জাসদের ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক ও এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এবারের সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের মোট ২ হাজার ৯০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন আরও ৪৭৮ জন।

আরও পড়ুন: বৈষম্য বিরোধী মামলায় শেখ হাসিনাসহ আসামিদের অব্যাহতির বিষয়ে ব্যাখ্যা দিল পিবিআই

তিনি জানান, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ৩০০ আসনে আড়াই হাজারের বেশি মনোনয়নপত্র জমা পড়ে। এসব মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত।

ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় মনোনয়ন যাচাই-বাছাই শুরু হয়েছে এবং কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে মোট কতজনের মনোনয়ন বাতিল হয়েছে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দিতে পারেনি নির্বাচন কমিশন।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। পরদিন প্রতীক বরাদ্দের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামবেন।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে বিবেচিত হচ্ছে।