কাদের-চুন্নু জাতীয় পার্টিকে বিক্রি করে নেতাকর্মীদের ক্রীতদাস বানাচ্ছে: কাজী মামুন

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ১৪ মে ২০২৪ | আপডেট: ৮:০০ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, কাদের-চুন্নু পার্টি বিক্রি করে দিয়ে নেতাকর্মীদের ক্রীতদাস বানাতে চেয়েছিল। কিন্তু তারা নিজেরাই এখন ক্রীতদাস হয়ে গেছেন। তিনি বলেন, তারা সংসদে বলেছেন, জাতীয় পার্টি নাকি গৃহপালিত বিরোধী দল, কিন্তু জিএম কাদের ও জাপা বিরোধী দল নয়, তারা এখন সরকারের ক্রীতদাস।

মঙ্গলবার সকালে বিভাগীয় শহর খুলনার বটিয়াঘাটের কলেজ রোড়স্থ জাপার কো চেয়ারম্যান সুনীল শুভরায়ের বাসভবনে নির্বাচনী এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: উপদেষ্টাদের সততার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি

এসময় কাজী মামুন বলেন, দুই মিথ্যাবাজ মিলে দেশের মানুষকে বোকা বানিয়ে গোপন সমঝোতায় ২৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী তুলে নিয়ে ২৫১ আসনে দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের রাজনৈতিক মর্যাদা হত্যা করেছে। জাপা মহাসচিব বলেন, তারা দলে গণতন্ত্র হত্যাকারী। তারপরও নেতাকর্মীরা সংসদে পার্টির প্রতিনিধি হিসেবে তাদের মেনে নিয়েছেন। কিন্তু কাদের-চুন্নু দলের প্রতিনিধিত্ব করার অধিকার হারিয়েছেন। সারাদেশে গণপদত্যাগের মুখে পল্লীবন্ধুর সন্তানদের ধরে রাখতে বেগম রওশন এরশাদ মায়ের ভূমিকায় অবর্তীণ হন। চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে পার্টির বিলুপ্তি ঠেকিয়েছেন রওশন এরশাদ।

কাজী মামুন বলেন, নির্বাচনে রাজনৈতিক সমঝোতা হয়। আর তা হতে হয় প্রকাশ্যে। পল্লীবন্ধু গোপন সমঝোতায় বিশ্বাসী ছিলেন না। ২০০৮ সালে প্রকাশ্য সমঝোতায় মহাজোট গঠনের রূপকার ছিলেন পল্লীবন্ধু এরশাদ। মহাজোটেই হয়েছিল নির্বাচন। পল্লীবন্ধু জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণার আশ্রয় নেননি। অথচ জিএম কাদের মুখে ভিক্ষার আসন নেবে না বলে আওয়ামী লীগকে তিরস্কার করে নির্বাচনে গেলো। জাপা মহাসচিব প্রশ্ন করেন তাহলে ১১ আসন কি আওয়ামী লীগের ভিক্ষা নয়? তিনি বলেন, ভিক্ষার দানে আপনার এখন ক্রীতদাস।

আরও পড়ুন: বিএনপির কাছে নিরপেক্ষ মানুষও ভালো কিছু প্রত্যাশা করে: তারেক রহমান

জাপা মহাসচিব আরো বলেন, দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে। অর্থনীতিতে মহা বিপর্যয় আসন্ন বলে শঙ্কিত দেশের মানুষ। এ অবস্থায় রাজনৈতিক ও অর্থনৈতিক

স্থিতিশীলতা স্বাভাবিক রাখতে একটি জাতীয় ঐক্যের প্রয়োজন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব অনুক্ষ্য রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

কাজী মামুন বলেন, দেশ যদি অর্থনৈতিক বিপর্যয়ে পরে, তাহলে দেশ ও দেশের মানুষ ভাল থাকবে না। দেশ ও মানুষের কল্যাণে জাতীয় পার্টি রাজনীতি। সুতরাং দেশের মানুষ যেভাবে ভাল থাকবেন, দেশ যেভাবে ভাল থাকবে, তা রক্ষায় যত ধরনের আন্দোলন সংগ্রাম প্রয়োজন, সব আন্দোলন সংগ্রাম জাতীয় পার্টি সক্রিয় থাকবে বলে মন্তব্য করেন পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ।

বটিয়াঘাটা জাতীয় পার্টির সভাপতি মোতওয়ালী শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পার্টির কো চেয়ারম্যান সুনীল শুভ রায়, জাপার প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু, ভাইস চেয়ারম্যান মোল্লা শওকত হোসেন বাবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মাসুদুর রহমান, কেন্দ্রীয় সদস্য নারায়ন চন্দ্র দাস, বটিয়াঘাটা উপজেলা নির্বাচনে জাপার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাওন হাওলাদার, দাকোপ উপজেলা নির্বাচনে দলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর মোল্লা প্রমূখ।

সভা শেষে আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মো. শাওন হাওলাদার -এর পক্ষে গণসংযোগে অংশ নেন জাপা মহাসচিব। এরআগে সকালে খুলনা পৌঁছালে বটিয়াঘাটা উপজেলার প্রবেশ মুখে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদকে অভ্যর্থনা জানান দলের কো-চেয়ারম্যান সুনীল শুভ রায় ও স্থানীয় নেতাকর্মীরা।