সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৫ | আপডেট: ৬:৪৫ পূর্বাহ্ন, ২৩ জুন ২০২৫
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। ছবিঃ সংগৃহীত
সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। ছবিঃ সংগৃহীত

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।  সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ডিবি ওয়ারী বিভাগের একটি দল।

এদিকে তুহিনকে গ্রেপ্তারের একটি ভিডিও ছড়িয়ে পেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে দেখা যায়, সাবেক এই এমপিকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয় নারী-পুরুষের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। সাবিনা আক্তার তুহিনকে ঘিরে রাখেন তারা এবং তিনি নির্দোষ দাবি করে গ্রেপ্তার না করার জন্য ডিবি পুলিশকে অনুরোধ করতে থাকেন তারা। এ সময় সাবিনা আক্তার তুহিনকে দেখা যায় তার সমর্থক ও সাধারণ মানুষকে বাধা না দেওয়ার অনুরোধ করছেন।

আরও পড়ুন: একটি গোষ্ঠী মব সন্ত্রাসকে ক্যানসারে পরিণত করেছে: রিজভী