আর রাস্তায় নয়, রাজনীতি সংসদকেন্দ্রিক করতে হবে: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৫৪ অপরাহ্ন, ১৮ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আর কতদিন রাস্তায়? এখন পার্লামেন্টই হতে হবে রাজনীতির কেন্দ্রবিন্দু।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গ্রীন রোডে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় গেলে কে প্রধানমন্ত্রী হবেন, জানালেন মির্জা ফখরুল

তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে যে জঞ্জালে পরিণত করেছে তা এক বছরে ঠিক করা সম্ভব নয়। আমাদের দায়িত্ব এখন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা। সমস্ত কর্মকাণ্ড পার্লামেন্টকেন্দ্রিক না হলে গণতন্ত্র কার্যকর হবে না।

তিনি আরও বলেন, ৫০ বছর তো আমরা রাস্তায় আছি। এখন রাস্তায় নয়, সংসদে এসে গণতন্ত্র চর্চা করতে হবে।

আরও পড়ুন: আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে সালাহউদ্দিনকে ক্ষমা চাওয়ার আহ্বান নাহিদের

জুলাই সনদ প্রসঙ্গে

জুলাই সনদ স্বাক্ষরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা হিসেবে উল্লেখ করে ফখরুল বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠন, মূলনীতির সংশোধন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এ উদ্যোগ বড় ভূমিকা রাখবে।

সংঘর্ষ প্রসঙ্গে প্রতিক্রিয়া

সংসদ ভবনের সামনে শুক্রবারের সংঘর্ষ সম্পর্কে তিনি বলেন, এ ধরনের সহিংসতা গণতন্ত্রকে সাহায্য করবে না। এখন সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান’  

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই যেন অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাব আসুন আমরা সবাই যেভাবে ছোটখাট আমাদের ভিন্নতা, যে দূরত্ব আছে সেকে দূর করে যেভাবে আমরা আপনার সনদ স্বাক্ষর করতে পেরেছি আসুন আগামী নির্বাচন আমরা সেইভাবে আমাদের দূরত্বকে দূর করে আমরা আমাদের নির্বাচনটাকে একটা সত্যিকার অর্থেই একটা অর্থপূর্ণ নির্বাচনের পরিণত করি।”

‘অর্থাৎ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, সকলের কাছে নির্বাচন হোক এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারা নির্বাচিত হবেন তারা আমাদের পার্লামেন্টকে সত্যিকার অর্থে প্রণবন্ত করে গড়ে তুলবেন, অর্থবহ করবেন এবং সেই পার্লামেন্ট হবে আমাদের রাজনৈতিক কেন্দ্রবিন্দু এভাবে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। গণতন্ত্রকে যদি আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করতে সক্ষম হই তাহলে আমার ধারণা আমার বিশ্বাস সেখানে সকল শ্রেণী, শ্রমিক শ্রেণীর দাবি-দাওয়া সেখানে পুরণ হবে, স্বীকৃত হবে।”

পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের দাবি-দাওয়ার প্রতি নিজের এবং তার দলের সমর্থনের কথাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, পানি উন্নয়ন বোর্ডের মোস্তফা খান, আইয়ুব আলী, আবু সালেহ মো. তোফায়েল চৌধুরী, ফরিদ উদ্দিন খান, মাহমুদুল করীম, মাহবুবুল হক রিপন, বিদ্যু শ্রমিক ইউনিয়নের আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিন শ্রমিক দলের সুমন ভূঁইয়া, উত্তরের কামরুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।